Home Scroll এগিয়ে এল Panchayat Season 4 এর রিলিজের তারিখ

এগিয়ে এল Panchayat Season 4 এর রিলিজের তারিখ

কলকাতা: পঞ্চায়েতের পর পর তিনটি মেগাহিট সিজনে মুগ্ধ দর্শকরা। সকলেই অপেক্ষায় কবে আসবে পঞ্চায়েতের সিজন ৪ (Panchayat Season 4)। প্রথমে নির্মাতারা জানিয়েছিলেন জুলাই মাসের ২ তারিখ রিলিজ। তবে দর্শকদের অপেক্ষা আরও খানিকটা কমিয়ে বড়সড় চমক দিল। ঘোষণা করা হল সিজন মুক্তির নয়া তারিখ।

এবার গল্পের প্রেক্ষাপট ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোট। যেখানে প্রধান মঞ্জুদেবী নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন। বুধবার মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত সিরিজের চতুর্থ সিজনের ট্রেলার (Panchayat 4 trailer)। সেখানেই দেখা গেল মঞ্জু বনাম ক্রান্তির লড়াই একেবারে হাতাহাতি পর্যন্ত পৌঁছে গিয়েছে!

ওটিটিতে বেশ জনপ্রিয় পঞ্চায়েত। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তিনটি সিজনই। তিনটি সিজন দর্শকদের মন ছুঁয়েছে। তাই সিজন ৪-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই। এর আগে ২ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল ‘পঞ্চায়েত সিজন ৪’। নয়া রিলিজ ডেটের সঙ্গেই এদিন মুক্তি পাবে পঞ্চায়েত ৪-এর ট্রেলরও। ট্রেলারের পাশাপাশি, রিলিজর নতুন দিনও ঘোষণা করেছেন নির্মাতারা। জিতেন্দ্র কুমার অভিনীত এই বহু প্রতীক্ষিত সিরিজের ট্রেলারে রয়েছে আর কোন কোন বিশেষ চমক? এই সিজনে দেখানো হবে মঞ্জু দেবীএবং ক্রান্তি দেবী-এর মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা। কুর্সির লড়াইয়ের মাঝেই দুষ্টু মিষ্টি প্রেমের ইক্যুয়েশন দেখা যাবে সচিব জি এবং রিঙ্কির। তবে দর্শকরা যে বিষয়টির জন্য সবচেয়ে বেশি অপেক্ষায় ছিলেন, তা হল সিজন ৩-এর ক্লাইম্যাক্স সিনে দেখানো শুটিংয়ের রহস্য।

অন্য খবর দেখুন